ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

এশিয়ার সামরিক শক্তির ইনডেক্স প্রকাশ, কে কার চেয়ে এগিয়ে?

প্রকাশিত: ১১:২১, ২৭ জানুয়ারি ২০২৫

এশিয়ার সামরিক শক্তির ইনডেক্স প্রকাশ, কে কার চেয়ে এগিয়ে?

ছবি: সংগৃহীত

‘গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স’ সম্প্রতি এশিয়ার সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে এশিয়ার ৪৫টি দেশের সামরিক সক্ষমতা তুলে ধরা হয়েছে। মোট ৬০টি মানদণ্ড বিচার করে এই র‍্যাঙ্কিং প্রস্তুত করা হয়েছে, যেখানে শূন্যের কাছাকাছি পয়েন্ট প্রাপ্ত দেশগুলিকে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া, যার পয়েন্ট ০.০৭৮৮। দেশটির বিশাল পরমাণু অস্ত্র ভান্ডার এবং সামরিক সক্ষমতা তাকে এই অবস্থানে নিয়ে গেছে। দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যার বর্তমান সেনাসংখ্যা ৩১ লক্ষ ৭০ হাজার। নৌবাহিনীর ক্ষমতায় চীন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে।

তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত, যার সামগ্রিক সৈন্যসংখ্যা ৫১ লক্ষেরও বেশি। দেশের প্রতিরক্ষা বাজেট বাড়ানো এবং আধুনিক অস্ত্র ও ড্রোন প্রযুক্তি উন্নয়নে জোর দেওয়া ভারতের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করেছে।

পাকিস্তান তালিকায় সপ্তম স্থানে রয়েছে, তবে আর্থিক সংকট এবং চীনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশটির সামরিক সক্ষমতাকে কিছুটা দুর্বল করেছে। বাংলাদেশ এই তালিকায় ১৭তম স্থানে রয়েছে।

তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে ভুটান। এশিয়ার সামরিক র‍্যাঙ্কিংয়ে প্রতিটি দেশের বাজেট, অস্ত্র ভান্ডার এবং সৈন্যসংখ্যার মতো বিষয়গুলি বিশ্লেষণ করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

নাহিদা

×