ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার সকাল ৯টা থেকে ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, সাত কলেজকে ঢাবি থেকে পৃথক করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন চলছে। এ দাবি উপেক্ষা করে ঢাবি নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্দোলন চলাকালে ঢাবির প্রো-ভিসি শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং পুলিশ ও ঢাবি শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
রবিবার রাতে নীলক্ষেত এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে ৭ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং বিজিবি মোতায়েন করা হয়।
ইসরাত