ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ট্রাম্পকে যে কারণে ধন্যবাদ দিলেন ড. ইউনূস

প্রকাশিত: ১০:৪৮, ২৭ জানুয়ারি ২০২৫

ট্রাম্পকে যে কারণে ধন্যবাদ দিলেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন রোহিঙ্গাদের জন্য ইউএসএআইডি প্রোগ্রামের মাধ্যমে সহায়তা চালু রাখার জন্য, যদিও তিনি সাময়িকভাবে সব দেশের জন্য মার্কিন সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করেছেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান রোববার মার্কিন দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেছেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর উল্লেখ করেন যে, রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইউএসএআইডি প্রদত্ত পুষ্টি সহায়তা অব্যাহত থাকবে।

ট্রাম্পের আদেশের পর বাংলাদেশসহ বিশ্বব্যাপী ইউএসএআইডি কার্যক্রম স্থগিত
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের সহায়তাকারী সম্প্রদায়ের জন্য পুষ্টি সহায়তা প্রদান করে।

ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সঙ্গে যৌথভাবে খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে।

২০১৭ সালের আগস্ট থেকে মার্কিন সরকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রায় ২.৪ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে, যার মধ্যে প্রায় ২ বিলিয়ন ডলার বাংলাদেশে দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশ জারি করেছেন, যেখানে ৯০ দিনের জন্য সব দেশের জন্য মার্কিন সহায়তা স্থগিত করার কথা বলা হয়েছে। তবে এটি কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়।

"এটি কোনো দেশের প্রতি নির্দিষ্ট নয়," বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

তিনি আরও বলেন, কিছু বাংলাদেশি সংবাদমাধ্যম শুধুমাত্র ‘বাংলাদেশ’ শব্দটি ব্যবহার করে ভুল তথ্য দিতে পারে, যা পাঠকদের বিভ্রান্ত করতে পারে।

নাহিদা

×