ছবি: সংগৃহীত
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেন পিনাকি ভট্টাচার্য।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষের তো সমস্যার শেষ নেই। তাদের প্রচুর সমস্যা। ব্যক্তিগত জীবনের সমস্যা, পেশাগত জীবনের সমস্যা, সামাজিক জীবনে সমস্যা।
এই প্রসঙ্গে তিনি বলেন, আসলে এই সমস্যার সমাধান গুলো নানান ভাবে করা যায়। কিন্তু এগুলো সমাধান করার তো একটা বাড়তি চাপ। আমি তো কোন রাজনৈতিক ব্যক্তি না।
এছাড়াও তিনি আরো বলেন, অনেকেই বুঝতে চান না আমার একটা ফুলটাইম জব আছে। আমার জন্য টাইম ম্যানেজমেন্ট এক্সট্রিমলি ডিফিকাল্ট। মানুষজনকে এটা বোঝাতে খুব মুশকিল হয়।
সূত্রঃ https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=984791440187279&rdid=Cq4nnZiumVfR4JOZ
শিলা ইসলাম