ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলা কেন প্রশ্ন নাগরিক কমিটির

প্রকাশিত: ২০:৫২, ২৬ জানুয়ারি ২০২৫

শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলা কেন প্রশ্ন নাগরিক কমিটির

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। 

রোববার এক বিবৃতিতে নাগরিক কমিটি জানায়, কোনোভাবেই পুলিশ দ্বারা জোরপূর্বক দমন গনতান্ত্রিক পরিবেশের পথ সুগম করবে না। 

বিবৃতিতে জানানো হয়, গত ১৯ জানুয়ারি থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত শিক্ষকরা জাতীয়করণ এর দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। কিন্তু ২৫ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রের কোনো দায়িত্বশীল প্রতিনিধি তাদের সাথে  যোগাযোগ করেনি, যা চরম অবহেলার বহিঃপ্রকাশ। সর্বশেষ আজ ২৬ জানুয়ারি  আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে রাজধানীর শাহবাগে আমাদের সম্মানিত শিক্ষকদের আন্দোলনে হামলা করেছে যা ২৪'র অভ্যূত্থান পরিপন্থী। আমরা এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জাতীয় নাগরিক কমিটি মনে করে, দাবি আদায়ে আন্দোলন করার অধিকার সবার আছে। সরকারের উচিৎ তাদের সাথে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের পথ খুঁজে বের করা, কোনোভাবেই পুলিশ দ্বারা জোরপূর্বক দমন গনতান্ত্রিক পরিবেশের পথ সুগম করবে না। 

জাতীয় নাগরিক কমিটির থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও বাহিনীকে সংস্কারের আহবান জানিয়ে আসছি। সেইসাথে আমরা অতিদ্রুত শিক্ষকদের দাবি আমলে নিয়ে শান্তিপূর্ণ সমাধান করার আহ্বান জানাচ্ছি।

আশিক

সম্পর্কিত বিষয়:

×