ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

কী নতুন ষড়যন্ত্র করছে ভারত? বাংলাদেশের ক্ষতিই যেন মোদীর লক্ষ্য

প্রকাশিত: ১৯:০০, ২৬ জানুয়ারি ২০২৫

কী নতুন ষড়যন্ত্র করছে ভারত? বাংলাদেশের ক্ষতিই যেন মোদীর লক্ষ্য

ছবিঃ সংগৃহীত

মানুষের সাধারণ বিশ্বাস হলো, "ঠেকে শেখা," কিন্তু বাস্তবতা প্রমাণ করে যে মানুষ কখনোই শিক্ষা নেয় না। মানুষ মুনাফার পেছনে দৌড়াতে থাকে, নিজের জীবনের ঝুঁকি জেনেও থেমে থাকে না। বর্তমানে এমনই এক প্রকল্পের মুখোমুখি ভারত, যা প্রাকৃতিক সম্পদ ও স্থানীয় কৃষিজীবী সম্প্রদায়ের জন্য বিপদ ডেকে আনতে পারে।

ভারতের অরুণাচল প্রদেশে, ব্রক্ষপুত্র এবং যমুনা নদীর মিলিত প্রবাহ সিয়াং নদী নামে পরিচিত, যা স্থানীয় কৃষক সম্প্রদায়ের জন্য পবিত্র পানি সরবরাহের উৎস। তবে, ভারত সরকার এই নদীটিতে একটি বিশাল জলাধার তৈরি করতে চায়, যার ধারণক্ষমতা হবে ৯ বিলিয়ন ঘনমিটার পানি। এটি নির্মাণ হলে, সিয়াং নদী থেকে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সৃষ্টি হবে।

এই জলবিদ্যুৎ প্রকল্পটি হবে ভারতের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, যা এর আগে কোন জলবিদ্যুৎ প্রকল্পেও সম্ভব হয়নি। তবে, স্থানীয় কৃষকদের আশঙ্কা, এই বৃহত্তম বাঁধ নির্মাণ তাদের কৃষি জমির ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে এবং নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে।

এই প্রকল্পের জন্য সরকারের পরিকল্পনা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি, তবে এটি আন্তর্জাতিক আলোচনার বিষয় হতে চলেছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/hTMWaL7jE_Y?si=RP4lq_YvBqJ7fT-4

মারিয়া

×