ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকে দুদকের অভিযান, খোলা হচ্ছে সাবেক ডেপুটি গভর্নরের গোপন লকার

প্রকাশিত: ১৭:২৯, ২৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:২৯, ২৬ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ব্যাংকে দুদকের অভিযান, খোলা হচ্ছে সাবেক ডেপুটি গভর্নরের গোপন লকার

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ব্যক্তিগত লকার খোলার প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে দুদকের সাত সদস্যের একটি দল উপস্থিত হয়ে লকারের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠক করেন।

দুদক সূত্র জানিয়েছে, বৈঠকের পর স্বর্ণকারকে ডাকা হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই লকার খোলার কাজ শুরু হবে।

এর আগে, গত ১৯ জানুয়ারি এস কে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা জব্দ করে দুদক। সেই সময়ই তার নামে বাংলাদেশ ব্যাংকের একটি ভল্ট থাকার তথ্য পাওয়া যায়। পরে জানা যায়, এটি আসলে কেন্দ্রীয় ব্যাংকের একটি লকার, যেখানে অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তারা তাদের মূল্যবান সামগ্রী সংরক্ষণ করেন।

দুদক ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে লকারের সামগ্রী স্থানান্তর বা হস্তান্তর না করার নির্দেশ দিয়েছে। এখন লকার খুলে তার মধ্যে কী রয়েছে, তা নিশ্চিত করার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে দুদক জানিয়েছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/ZdL0UUQiMHc?si=pljWqDjIZUC5R8z1

মারিয়া

×