ছবিঃ জনকণ্ঠ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটনেন্ট জেনারেল ( অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদেরকে এই ০৯৬১২০২১৬৯০' নাম্বারে জরুরি সেবাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এখন থেকে '০৯৬১২০২১৬৯০' নাম্বারে কল করে বন্দিদের স্বজনরা তাদের প্রয়োজনীয় তথ্য পাবেন। সাক্ষাতের সিডিউল পাবেন। ৫ আগস্টের পর যেসব আসামি পালিয়ে গিয়েছিল জেল থেকে, তাদের অধিকাংশকে ফিরিয়ে আনা হয়েছে। এখনো ৭০০ আসামি পলাতক আছে।
আজ (২৬ জানুয়ারি) রবিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও জরুরি সেবা (হটলাইন) উদ্বোধন অনুষ্ঠান শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আর ও বলেন, পুলিশ বাহিনীর কাজের গতি কম থাকার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে।ছিনতাই-চাঁদাবাজি হচ্ছে অস্বীকার করছি না। তবে যারা এসব করছে তারা ধরাও পড়ছে। আবার যারা ছাড়া পাচ্ছে তারাও এ ধরনের কাজ করছে, এটা সত্যি কথা। আমরা চেষ্টা করছি, যেভাবেই হোক ছিনতাই-চাঁদাবাজি কমিয়ে আনার জন্য। পুলিশের স্বল্পতা নেই, তবে আগের মতো কাজের উদ্যম নেই। তাদের কাজের উদ্যম বাড়াতে চেষ্টা করছি।’
জাফরান