সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত এই সংবাদে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আওয়ামী লীগ বিদেশে তাদের পক্ষে জনমত গঠনের জন্য ভারতকে সাহায্যের দিকে তাকিয়ে আছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, এখনো অনেক আওয়ামী লীগ নেতা আত্মগোপনে আছেন এবং তাদের অনেকের খাবার কিনতে টাকা নেই, তবে তাদের মনোবল শক্ত রয়েছে।
তিনি আরও বলেন, সিনিয়র নেতারা মনে করেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে তারা বাংলাদেশে ফিরে যাবেন। মোজাম্মেল হক ভয় প্রকাশ করেন যে, পাকিস্তানের মতো বাংলাদেশও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক জানান, আওয়ামী লীগের নেতারা ভয়াবহ পরিস্থিতিতে আত্মগোপন করে আছেন এবং তাদের অধিকাংশের জামিন আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে।
তিনি উল্লেখ করেন যে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত, তবে পরিস্থিতি এখনো সেই ধরনের নয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
নাহিদা