ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন রাশেদ-ডালিমরা?

প্রকাশিত: ১১:৪৮, ২৬ জানুয়ারি ২০২৫

নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন রাশেদ-ডালিমরা?

ছবি: সংগৃহীত

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে 'আপনারা দেখছেন বিশেষ আলোচনা অনুষ্ঠান, অতিথি: বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী (বীর প্রতীক)' শিরোনামে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে এক লাইভ অনুষ্ঠান সম্প্রচারিত হয়, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই অনুষ্ঠানে রাশেদ চৌধুরী ১৫ আগস্টের হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু অজানা তথ্য প্রকাশ করেন।

আলোচনার এক পর্যায়ে ইলিয়াস হোসেন রাশেদ চৌধুরীকে প্রশ্ন করেন, বিএনপি যদি ১৫ আগস্টের হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তাদের দলের সদস্য হিসেবে গ্রহণ করে, তবে তারা কি দেশে ফিরবেন? এই প্রশ্নের জবাবে রাশেদ চৌধুরী বলেন, "বিএনপি আমাদের স্বাগত জানালে, আমরা অবশ্যই দেশে ফিরে আসবো। আমরা দেশের জন্য আরও অনেক কিছু করতে চাই।" তবে তিনি দুটি শর্ত রাখেন, মুজিব হত্যার বিচার এবং জেল হত্যার মামলা তুলে নিতে হবে। তিনি বলেন, "যদি এই মামলাগুলি তুলে না নেওয়া হয়, তবে দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি রয়েছে।"

রাশেদ চৌধুরী আরও বলেন, ১৫ আগস্টের বিচার ছিল একটি প্রহসন, যেখানে মিথ্যা সাক্ষী তৈরি করে চাপ প্রয়োগ করা হয়েছিল। তার মতে, প্রকৃতপক্ষে সঠিক বিচার হয়নি।

নাহিদা

×