ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

বাংলাদেশে পুরোনো সরকার ফেরাতে চেয়ে ট্রাম্পের টুইট, ফ্যাক্ট চেক

প্রকাশিত: ১০:৫৬, ২৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ১০:৫৯, ২৬ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে পুরোনো সরকার ফেরাতে চেয়ে ট্রাম্পের টুইট, ফ্যাক্ট চেক

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন: “বাংলাদেশের পুরোনো সরকার ফিরিয়ে আনুন! ইউনুস একজন দেশদ্রোহী।” ডোনাল্ড ট্রাম্পের নামে প্রচারিত এই পোস্টটি সম্পূর্ণ ভুয়া বলে প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাক্টচেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার প্ল্যাটফর্মের অনুসন্ধান নিয়ে প্রতিবেদনে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প এমন কোনো পোস্ট করেননি। বরং তার নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে এ ধরনের পোস্ট করা হয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ আছে, অভিযুক্ত পোস্টটি খুঁজে পাওয়া যায় ট্রাম্প নামে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টে, যা গত ২৩ নভেম্বর প্রকাশিত হয়। তবে এটি ট্রাম্পের আসল অ্যাকাউন্ট নয়। ওই অ্যাকাউন্টে “Update” শব্দটি উল্লেখ আছে, যা দেখায় এটি ট্রাম্প সংক্রান্ত আপডেট প্রদানকারী একটি অ্যাকাউন্ট।

রিউমার স্ক্যানারের প্রতিবেদনে আরো উল্লেখ আছে, এক্স প্ল্যাটফর্মের হেল্প সেন্টারের তথ্য অনুযায়ী, প্যারোডি, ফ্যান, বা ধারাভাষ্য অ্যাকাউন্ট খোলার অনুমতি থাকলেও এগুলোকে বিভ্রান্তি এড়াতে তাদের নাম বা বায়োতে “প্যারোডি,” “ফেক,” বা “ফ্যান” উল্লেখ করতে হয়।এ ধরনের ফেক অ্যাকাউন্ট শুধু ডোনাল্ড ট্রাম্পের নামে নয়, বরং অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের নামেও দেখা যায়, যেমন ইলন মাস্ক বা ভ্লাদিমির পুতিন। পেইড সাবস্ক্রিপশনের মাধ্যমে ভুয়া অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন টিকও অর্জন করতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের নামে প্রচারিত এই পোস্টটি সম্পূর্ণ ভুয়া। তার আসল এক্স অ্যাকাউন্টে এ ধরনের কোনো পোস্ট পাওয়া যায়নি। ফলে এটি ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

সূত্র: রিউমার স্ক্যানার

নাহিদা

×