ছবি: সংগৃহীত
সম্প্রতি একটি অনলাইন টকশোতে বাক বিতণ্ডার মুখোমুখি হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এবং রাব্বানী।
সেই টকশোতে এসে রাব্বানী সারজিস আলমকে বেইমান বলে মন্তব্য করে বসেন।
রাব্বানী বলেন, 'সারজিসের বাবা আওয়ামী লীগ করতেন। ওকে দায়িত্ব দেওয়া যৌক্তিক কারণ ছিল কিন্তু পরবর্তীতে ছাত্রলীগের সঙ্গে বেইমানি করেছে সে।'
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, 'বর্তমানে যে অন্যতম দুইজন সমন্বয়ের আছেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এরা দুজন সবচেয়ে বেশি নেগেটিভ ভূমিকা পালন করেছে। কেননা সারজিস সরাসরি ছাত্রলীগ করত।'
এরপর তিনি বলেন, 'এখন আপনি কিভাবে বুঝবেন কার মনে কি আছে।'
শিলা ইসলাম