ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

যেখানেই যাই জেন জি আমাকে ছাড়ে না: মিজানুর রহমান আজহারী 

প্রকাশিত: ০৪:৫৭, ২৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৪:৫৮, ২৬ জানুয়ারি ২০২৫

যেখানেই যাই জেন জি আমাকে ছাড়ে না: মিজানুর রহমান আজহারী 

ছবি: সংগৃহীত

দেশের খ্যাতিমান ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে পটুয়াখালীতে মানুষের ঢল নামে।

শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮টায় শহীদ মিনার মাঠে বক্তব্য শুরু করেন তিনি। লাখো মুসল্লির উপস্থিতিতে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। 

এখানে বক্তব্য রাখা কালী শুরুতেই তিনি বলেন, যারা বক্তব্য শুনছেন তাদের বেশিরভাগই বয়স ১৫ থেকে ২৫। এরা জেন জি। 

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, যেখানেই যাই জেন জি আমাকে ছাড়ে না। মা শা আল্লাহ। এরাই আগামীর ভবিষ্যৎ। এদের হাতেই নিরাপদ আমার লাল সবুজের পতাকা। এদের হাতেই নিরাপদ ছাপানো হাজার পর বর্গমাইলের প্রতিটি মাটির ইঞ্চি।
 
এরপর তিনি বলেন, এজন্যই তোমাদের সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে দেশের সার্বভৌমত্বের জন্য।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=2l3iN9Ecn8A

শিলা ইসলাম

×