ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

স্বাভাবিক জীবনে ফিরতে চান আলোচিত সুইডেন আসলাম

প্রকাশিত: ০২:৩৯, ২৬ জানুয়ারি ২০২৫

স্বাভাবিক জীবনে ফিরতে চান আলোচিত সুইডেন আসলাম

ছবি: সংগৃহীত

আলোচিত ব্যক্তি সুইডেন আসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছেন।

তিনি বলেছেন, ফ্যাসিবাদী সরকার তাকে দলে টানতে না পেরে, শীর্ষ সন্ত্রাসী আখ্যা দিয়ে ২৭ বছর জেলে বন্দী রেখেছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি জামিনের চেষ্টা করেননি, কারণ তখনকার পরিস্থিতিতে কারাগার ছিল নিরাপদ।

আসলাম বলেন, “আমি কখনো চাঁদাবাজি বা অন্যায় কাজে জড়িত ছিলাম না। সরকারের পক্ষ থেকে নানা মাধ্যমে আমার নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

২৭ বছর কারাবাসের পর তিনি ৬২ বছর বয়সে জামিন পেয়েছেন। আসলাম বলেন, “কারাগারে থাকার সময় আমি নিরাপদ বোধ করেছি। বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না।”

কারাগার থেকে বেরিয়ে আসলাম মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন। তিনি তার বাসায় নানা বয়সী মানুষের সঙ্গে কথা বলেন এবং সাহায্য করেন। আসলাম বলেন, “সন্ত্রাস কখনোই ভালো কাজ নয়। শান্তির পথে চলা অনেক ভালো।”

তিনি আরও বলেন, “বিশ্বের উন্নত দেশগুলোর কারাগারগুলো সংশোধনাগার হিসেবে কাজ করে, কিন্তু আমাদের কারাগারগুলো ঠিক তার বিপরীত। আমি চাই আমাদের কারাগারগুলোও সংশোধনাগারে পরিণত হোক।”

ভিডিও দেখুন: https://youtu.be/dEm1M7VOgiQ?si=i-yPStEZddf4Z_4R

এম.কে.

×