ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সরকার ভালো চলছে না, তাই সবাই সুযোগ নিচ্ছে: মাসুদ কামাল

প্রকাশিত: ০০:৩১, ২৬ জানুয়ারি ২০২৫

সরকার ভালো চলছে না, তাই সবাই সুযোগ নিচ্ছে: মাসুদ কামাল

ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি এক আলোচনায় বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারের অদক্ষতার সুযোগে বিভিন্ন মহল নিজেদের স্বার্থসিদ্ধি করছে।

তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, যেমন ভাত রান্নার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সবার ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি এক জায়গায় এই চেইন ভেঙে যায়, তাহলে ভাত রান্না সম্ভব নয়। একইভাবে, একটি আন্দোলন সফল করতে দলের প্রতিটি অংশগ্রহণকারীর সমান অবদান থাকে। কিন্তু কেউ যদি পুরো ক্রেডিট নিজের নামে নিতে চায়, সেটা সঠিক নয়।

তিনি আরও উল্লেখ করেন, গত কয়েক মাসে দেশে যে আন্দোলনগুলো হয়েছে, সেগুলোতে অনেকেই তাদের পরিচয় প্রকাশ করতে ভয় পেয়েছেন। কারণ পরিচয় প্রকাশ করলে আন্দোলন দুর্বল হয়ে পড়ার আশঙ্কা ছিল। আন্দোলনের সফলতার পর কেউ কেউ নিজের নামে ক্রেডিট নিতে চাইছেন, যা প্রকৃত বাস্তবতার সঙ্গে মেলে না।

মাসুদ কামাল বলেন, সরকারের অদক্ষতার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গত ছয় মাসে দেশে ৭০% বৈদেশিক বিনিয়োগ কমে গেছে। এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেন রাজনৈতিক অস্থিরতা এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার অভাব।

তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত দেশে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিদেশি বিনিয়োগ আসবে না। বিনিয়োগের অভাবে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা বেকার হয়ে পড়ছে। গত ছয় মাসে প্রায় ১ লাখ ৪২ হাজার শ্রমিক চাকরি হারিয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারের উচিত ছিল সংকটময় সময়ে বড় কোম্পানিগুলোর কার্যক্রম সচল রাখতে তাদের পরিচালনায় প্রশাসক নিয়োগ দেওয়া। কিন্তু এর পরিবর্তে ব্যাংক একাউন্ট বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না এবং রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।”

মাসুদ কামাল মনে করেন, সরকারের এই সিদ্ধান্তগুলো অর্থনীতিকে আরও দুর্বল করে তুলছে। তিনি বলেন, “যদি কোনও কোম্পানি দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েও থাকে, সরকারের উচিত সেই কোম্পানিগুলো চালু রাখা, যাতে অর্থনীতি সচল থাকে। কিন্তু সরকার সেগুলো বন্ধ করে দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের জন্য ক্ষতিকর।”

তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান বাস্তবতায় সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যাগুলো সমাধান সম্ভব। তবে সবার আগে প্রয়োজন, সরকারের কার্যকর নেতৃত্ব ও স্থিতিশীলতা।

ভিডিও দেখুন: https://youtu.be/nBUTBzLNHG0?si=4VKam7proCTewpSE

এম.কে.

×