ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

ভারতের নতুন খেলা শুরুঃ মাহমুদুর রহমান

প্রকাশিত: ২০:০৯, ২৫ জানুয়ারি ২০২৫

ভারতের নতুন খেলা শুরুঃ মাহমুদুর রহমান

ছবি: সংগৃহীত

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ইসকন কার্ডে ব্যর্থ হওয়ার পর ভারত এবার ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে নতুন গুজব সৃষ্টি করছে। তিনি শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবের ঐক্য বজায় রাখতে হবে কারণ বিভক্তি আমাদের সবচেয়ে বড় শত্রু। তিনি আরো বলেন, ভারত এই ফাটলের সুযোগ নিতে চায় তবে আমাদের শহিদদের ত্যাগ আমাদের ঐক্য ধরে রাখার শক্তি জোগাবে।

প্রতিষ্ঠানিক ঐক্য নিয়ে তিনি বলেন, পুরনো রাজনৈতিক দলের অভিজ্ঞতা বেশি, তাদের কাছে অনুরোধ—শান্ত থাকুন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। ঐক্য বিনষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।

তিনি আরো বলেন, "আমাদের প্রকৃত স্বার্থ হলো স্বাধীন সংবাদপত্র তৈরি করা। যে দলই ক্ষমতায় আসুক, দৈনিক আমার দেশের এডিটোরিয়াল পলিসি অপরিবর্তিত থাকবে।"

মাহমুদুর রহমান উল্লেখ করেন, "আমি ১১ বছর মাঠের বাইরে ছিলাম, কিন্তু স্বাধীনতার পক্ষে লড়াই আমার কাজ ছিল এবং থাকবে।"

সুত্রঃ https://youtu.be/tX6AW0v6ABs?si=DsHZvXjdiS-DMSZY

আসিফ

×