ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আর কোন জাতীয় স্বার্থবিরোধী চুক্তি নয় ভারতের সাথে, দাবি বিপ্লবী কমিউনিস্ট লীগের

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৯:০৫, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০৫, ২৫ জানুয়ারি ২০২৫

আর কোন জাতীয় স্বার্থবিরোধী চুক্তি নয় ভারতের সাথে, দাবি বিপ্লবী কমিউনিস্ট লীগের

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরে বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় শহরের জনতা ব্যাংকের মোড়ে এ পথসভাটি আয়োজন করা হয়। সভায় বিভিন্ন দাবির সাথে সাথে ভারতের সাথে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবি জানানো হয়।

পথসভায় বক্তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, লুটপাট ও দুর্নীতি রোধ, চাঁদাবাজি ও অর্থপাচারকারীদের বিচার, সাম্প্রদায়িকতা রোধ, কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি আব্দুল কাদের আজাদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নজরুল ইসলাম, ফরিদপুর জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির নেতা নজরুল ইসলাম, সাংবাদিক হাসানুজ্জামান এবং বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড কাজী ফিরোজ।

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। তারা বলেন, "সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না। এ দেশের মানুষ ভোট দিতে চায়, তারা তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করতে চায়।" বক্তারা আরো বলেন, "যে দলই ক্ষমতায় আসুক না কেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে।"

এছাড়া বক্তারা বলেন, "যে অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়েছে, সেগুলো ফিরে আনতে হবে। একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ হতাশার মধ্যে জীবনযাপন করছে। তাই অবিলম্বে বন্ধ হওয়া মিল-কারখানাগুলো চালু করতে হবে এবং দেশের মানুষকে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে।"

সভায় বক্তারা আগামী দিনের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মারিয়া

×