ছবিঃ সংগৃহীত
ভারতের কর্ণাটক রাজ্যে একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর পাথর নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করার ঘটনা সামনে এসেছে। এ ঘটনাটি কেবল স্থানীয় প্রশাসনের জন্য নয়, কেন্দ্রীয় সরকারের জন্যও একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।
পুলিশ জানায়, ওই নারী কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ নৃশংস ঘটনার শিকার হন। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, তিনি ছয় বছর ধরে ভারতে অবস্থান করছিলেন। তার স্বামী বৈধভাবে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তিন সন্তানের মা এই নারী বৈধ নাকি অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন, তা নিয়ে বিতর্ক থাকলেও এই প্রশ্ন ঘটনাটির ভয়াবহতাকে ম্লান করতে পারে না।
কর্ণাটক পুলিশ জানিয়েছে, তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। যদিও এখনো এ বিষয়ে বিস্তারিত সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনা ভারতের নারী নিরাপত্তা ও প্রশাসনিক ব্যর্থতার দিকে আবারো প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, কয়েক মাস আগেও কলকাতার একটি সরকারি হাসপাতালে এরকমই একটি বিভৎস ঘটনা ঘটে, যা নিয়ে সারা দেশে গণআন্দোলনের সৃষ্টি হয়।
ভারতে নারীদের প্রতি সহিংসতার ঘটনা প্রতি মিনিটে ঘটছে বলে পরিসংখ্যান রয়েছে। এ ধরনের ঘটনা কেবল নারী নিরাপত্তার অভাবই নয়, প্রশাসনিক ত্রুটির একটি বড় উদাহরণ হিসেবে উঠে আসছে।
মারিয়া