ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে খাটখালী নদীর মোহনা থেকে ১৬টি দেশীয় অস্ত্রসহ ১২ জন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে কোস্ট গার্ডের গোয়েন্দা সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সক্রিয় ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি কন্টিনজেন্ট বাঁশখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন খাটখালী নদীর মোহনায় একটি সন্দেহভাজন কাঠের বোট দেখতে পায় কোস্ট গার্ডের আভিযানিক দল। বোটটিকে থামার সংকেত দেওয়া হলে তারা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে বোটটিকে আটক করা হয়।
বোটটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ১৬টি দেশীয় অস্ত্র (ছুরি ৫টি, চাপাতি ৬টি, শাবল ৫টি এবং হাতুড়ি ২টি) উদ্ধার করা হয়। পাশাপাশি আটক করা হয় ১২ জন ডাকাতকে। তাদের মধ্যে ডাকাত দলের প্রধান হিসেবে পরিচিত মোঃ রফিক (৪২) নেতৃত্ব দিচ্ছিল।
আটককৃত ডাকাতদের পরিচয়: মোঃ রফিক (৪২), শহিদুল (২০), মোঃ টিপু (২২), মোঃ শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মোঃ রেদওয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯) এবং নূর মোহাম্মদ (৫১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এ দলটি বাঁশখালী থানাধীন খাটখালী ঘাট থেকে বোটযোগে ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রামের বহিঃনোঙ্গরে গমন করছিল। এ দলটি সমুদ্রে মাছ ধরার বোট ও বাণিজ্যিক জাহাজের পাইরেসির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
জব্দকৃত আলামতসহ আটক ডাকাতদের আইনি প্রক্রিয়ার জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মারিয়া