ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

শেকৃবি ও ডিএআই গ্লোবালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

প্রকাশিত: ১৬:০৫, ২৫ জানুয়ারি ২০২৫

শেকৃবি ও ডিএআই গ্লোবালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

ছবিঃ সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও ডেভেলপমেন্ট অলটারনেটিভস ইনকরপোরেটেড (ডিএআই) গ্লোবাল, এলএলসি-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ।

ডিএআই গ্লোবাল, এলএলসি, নীতি নির্ধারণের মাধ্যমে নেতৃত্বের বিকাশে কাজ করে, বিশেষ করে নারী নেতৃত্ব উন্নয়নে। এই চুক্তি প্রাথমিকভাবে জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এর আওতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে নেতৃত্ব উন্নয়নে সহায়তা করা হবে। প্রশিক্ষণ শেষে যোগ্য নেতৃত্ব নির্বাচন করে তাঁদের ডিএআই গ্লোবাল, এলএলসি-তে কাজ করার সুযোগ দেওয়া হবে।

সমঝোতা চুক্তিতে শেকৃবি’র পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। ডিএআই গ্লোবাল, এলএলসি-এর পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি লিড জনাব ফাহিম খান এবং জ্ঞান ব্যবস্থাপনা, কৌশলগত শিক্ষা ও যোগাযোগ বিভাগের পরিচালক সায়েকা কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএআই গ্লোবাল, এলএলসি-এর মার্ক টি ম্যাক কর্ড, খালেদা খানম, তাহসিন রহমান; শেকৃবি’র ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হকসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

স্বাক্ষরিত চুক্তিটি নেতৃত্ব উন্নয়ন ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।
 

মারিয়া

×