ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

১২ বছরের শিশু শহীদের চিঠির কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন ড. ইউনূস

প্রকাশিত: ১৬:০৩, ২৫ জানুয়ারি ২০২৫

১২ বছরের শিশু শহীদের চিঠির কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এর বার্ষিক সভায় বিভিন্ন সংস্থার প্রধান ও ব্যবসায়ীদের সাথে আলোচনায় জুলাই বিপ্লবসহ বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কথা বলেন ড. মোহাম্মদ ইউনূস।

এই সময় জুলাই বিপ্লবে ১২ বছরের শিশু তার মাকে চিঠি লিখে আন্দোলনে যাওয়ার ঘটনা তিনি 'কোট' করে সবার কাছে বলেন। চিঠিতে শিশু শহীদ বলেছিলো, "ইফ আই ডোন্ট কাম ব্যাক, প্লিজ ফরগিভ মি"। স্বার্থপরের মত আমি বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যতের জন্য জীবন দিচ্ছে, তাহলে আমি কেন বসে থাকবো।  

 

সূত্রঃ https://youtu.be/51NJqmPgK_M?si=ES-JCMwL-962FBdz

রিফাত

×