ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

ভর্তি পরিক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনী কোটা নিয়ে যে সিদ্ধান্ত

প্রকাশিত: ১৩:৪০, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৩:৪৩, ২৫ জানুয়ারি ২০২৫

ভর্তি পরিক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনী কোটা নিয়ে যে সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনীদের পর্যায় থেকে কিছু প্রক্রিয়া শেষে শুধুমাত্র সন্তান পর্যায়ে এসেছে। আমাদের অন্যান্য প্রত্যেকটি খাতের সংস্কার যৌক্তিকভাবে হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তিতেই এটি বলা হয়েছে। এবার থেকে কার্যকর করা হবে।

শনিবার (২৫ জানুয়ারি) কলা ভবনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা নিয়ে উপাচার্য বলেন, এ পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পরীক্ষা। এ বছর এই ইউনিটে ১ লাখ ২৫ হাজার ৫০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

নাহিদা

×