প্রধান উপদেষ্টা ড. ইউনুস
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গিয়ে ডক্টর ইউনুস বলেছেন জুলাই অভ্যুত্থান একেবারে স্বতঃস্ফূর্ত ছিল এবং এর পেছনে কোন পরিকল্পনা ছিল না। এতে খুব স্পষ্টভাবেই মনে হতে পারে, ছাত্রনেতাদের প্রতি তার মোহভঙ্গ হয়েছে।
সম্প্রতি ড. ইউনূসের বিদেশ সফর নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, আমি মনে করি ড. ইউনূস যখন দেশে ছিলেন না তখন আন্দোলনের বিষয়ে তাকে ভুল বুঝানো হয়েছে। পরবর্তীতে তিনি দেশে আসার পর তার ধারণা পাল্টেছে৷
উল্লেখ্য, কিছু দিন আগে জাতিসংঘের সাধারণ সম্মেলনে ড. ইউনূস বক্তব্য প্রদানকালে তাঁর বিশেষ সহকারী মাহফুজ আলমকে ডেকে সবার সামনে তাকে 'ব্রেইন বিহ্যান্ড দ্যা মুভমেন্ট' বলে পরিচয় করিয়ে দেন। অর্থাৎ, মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে বলা হয়।
এবার, ড. ইউনূসের বিদেশ সফরে বাংলাদেশের আন্দোলন নিয়ে এক বক্তব্যে তিনি বলেন, এই আন্দোলনে কোন প্লান ছিলো না। কোন নেতৃত্ব ছিলো না।
জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূসের বক্তব্যের অমিল ঘটেছে তার ধারণার পরিবর্তনের কারনে।
এসময় তিনি মির্জা ফখরুলের বক্তব্যে নাহিদ ইসলামের প্রতিক্রিয়ার বিষয়টি তুলে ধরে বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আসার কথা ছিলো। কিন্তু আসিফ নাহিদের এমন প্রতিক্রিয়া ড. ইউনূসের কাছে তাদের ইমপ্রেশন কমিয়ে দিবে।
সূত্র: https://youtu.be/JNcoaRr6dIY?si=DyL41twZ2n2-DkII
ইসরাত