ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

তরুণদের সংগঠিত হওয়া মানতে পারছে না কোনো কোনো রাজনৈতিক দল

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১২:৫৮, ২৫ জানুয়ারি ২০২৫

তরুণদের সংগঠিত হওয়া মানতে পারছে না কোনো কোনো রাজনৈতিক দল

আইনজীবী আবু হেনা রাজ্জাকী 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকী বলেন, আমরা যখন কথা বলি তখন মুরব্বির মতো কথা বলি এবং ভালো ভালো কথা বলি।  যেমন ধরেন, নতুন যে রাজনৈতিক দল হবে। হতেই পারে! ধরেন আমি সয়াবিন তেলের ব্যবসা করি। সয়াবিন তেলের ব্যবসা যারা করে। তারা কিন্তু সিন্ডিকেট। নতুন তেল নিয়ে যখন বাজারে যাবেন। তখন সবাই বলবে। হ্যাঁ ভাই ভালো হইছে। বাজারে আরোও বেশি বেশি তেল থাকা দরকার। কিন্তু সেই তেলটা যাতে বাজারজাতকরণ না হয়। সেটার জন্য সিন্ডিকেট যা করার দরকার তাই করবে। এটা যেমন নিয়ম। নতুন রাজনৈতিক দল করা যেমন অপরাধ নয়। যারা বাধা দিতে চাচ্ছে সেটাও অপরাধ নয়।  

তিনি আরোও বলেন, আমি একজন সাধারন লোক হিসেবে যদি বলি, আমার দেখা যে রাজনৈতিক অভিজ্ঞতা। তাতে আমি  এই পরিবর্তন চাই। আমি সেই পুরনো বন্দোবস্ত থাকতে চাই না। নাগরিক ঐক্যসহ অন্যান্য যে দল এদের জন্য আমার কষ্ট হয়। ধরেন, টোটাল বাংলাদেশের জনসংখ্যা ১০০জন। এই জনসংখ্যার পেছনে যেসব দলগুলোকে আমি খারাপ বলছি। তাদের মধ্যে কিন্তু ৬০জন বা ৬০ভাগ লোক চলে গেছে। তাদের মধ্যে ৩০ বা ৩০ করে ভাগ করি। আরো যদি আমি ভাগ করি। তার মধ্যে ১০ ভাগ চলে গেছে ইসলামীসহ বিভিন্ন দলের লোকজন। তাহলে ৭০ জন চলে যাওয়ার পর থাকলো ৩০ জন। তার মধ্যে সব মিলিয়ে আরোও ১০ জন আছে। বাকী থাকে ২০ জন। আমাদের সন্তানরা যারা রাজনীতিতে সম্পৃক্ত হয় নাই। তাদের মধ্যে মার্কেটিংটা কিভাবে হবে। তাদের তো একটা বিশাল মার্কেটিং করা দরকার। 

আইনজীবী বলেন, কারণ বাজারে অলরেডি যত প্রোডাক্ট আছে। তারা সেসব প্রোডাক্ট এ অভ্যস্ত। এখন তৃতীয় প্রোডাক্ট মার্কেটিং করবে। সেটার জন্য তাদের মার্কেটিং করতে হবে। যার জন্য সাংঘাতিকভাবে কাঠ খড় পোড়াতে হবে। আর একটা বিষয় হলো ফ্য্যাসিবাদের পুরা অর্গান যে ফ্যাসিজমে ভরা এটির যদি আমরা পুরাটা ঠিক করতে যাই। তাহলে এটি করতে হবে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা।

তিনি  আরোও বলেন,  এই পতিত সরকার আওয়ামী লীগের কোন লোককে  আমি যদি ডেকে বলি যে তোমার সরকার সম্পর্কে পজিটিভ কিছু লিখতে। তারাও কিছু পাবে না। হয়তো বলবে যে, আমরা পদ্মা সেতু করেছি। মেট্রারেল করেছি। কিন্তু শেষে দেখা যাবে যে, একটা পদ্মা সেতুর টাকা দিয়ে আরোও তিনটা পদ্মা সেতু করা যেত।

শহীদ

×