ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

রাজনৈতিক দলে যোগ দেওয়া প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা নাহিদ

প্রকাশিত: ১১:৪৪, ২৫ জানুয়ারি ২০২৫

রাজনৈতিক দলে যোগ দেওয়া প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা নাহিদ

উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলে যোগ দিলে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন।

গতকাল শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা তো অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষই মনে করি। বিএনপি কেন তা মনে করছে না, সে ব্যাপারে তাদের পরিষ্কার হওয়া উচিত।

নাহিদ ইসলাম আরও বলেন, এ বছরের শেষ থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে সম্ভাব্য সময়সীমা প্রধান উপদেষ্টা দিয়েছেন, তাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নির্ধারিত হয়েছে। সুতরাং, ঐক্যমত্যের ভিত্তিতে ধৈর্য সহকারে সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন।

তিনি জানান, গুম ও জুলাই গণহত্যার বিচার কার্যক্রম এগিয়ে চলছে এবং সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে। হয়তো সামনের মাসেই আলোচনা, নেগোসিয়েশন ও দরাদরি শুরু হবে। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সংস্কারের আলোচনা ও বিচার কার্যক্রমে সহযোগিতা করা উচিত। অথচ, সেই সময়েই তারা বলছে, এই সরকারের চেয়ে একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন।

নাহিদা

×