ছবি: সংগৃহীত
বাংলাদেশী কৃষককে ধরে নেয়ার প্রতিবাদে ভারতীয় নাগরিককে ধরে এনেছেন বিজিবি। এ যেন ইটের বদলে পাটকেল!
জানা যায়, শুক্রবার সকালে এনায়েতপুর সীমান্ত থেকে এক বাংলাদেশী কৃষককে ধরে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। এতে ক্ষুব্ধ হয় এলাকাবাসী।
এরকিছু সময় পর বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়া ভারতীয় এক নাগরিককে ধরে বিজিবির কাছে সোপর্দ করে এলাকাবাসী।
এই ঘটনায় বিকালে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয় আটককৃত দুইজন ব্যক্তিকে।
বিএসএফ জানায়, ভুল বুঝাবুঝির কারনেই এমন ঘটনা ঘটে গেছে। ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার জন্য বিএসএফকে সতর্ক করেছে বিজিবি।
সূত্র: https://youtu.be/se4fEr1wD2M?si=MHJ8O50s8ovLxdTu
ইসরাত