ছবি: সংগৃহীত।
জনপ্রিয় অনলাইন অ্যাকটিভিস্ট, লেখক এবং ব্লগার পিনাকী ভট্টাচার্য সম্প্রতি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি ১০-২০ তম গ্রেডের সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা প্রদানের আহ্বান জানিয়েছেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, "১০-২০ তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দিয়ে দেয়ার আহ্বান জানাই। আমাদের সমর্থন থাকবে।"
তার এই আহ্বান মুহূর্তেই সাড়া ফেলে দেয় অনলাইনে। পোস্টটি বিপুলসংখ্যক মানুষ শেয়ার করেছেন এবং ইতিবাচক মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়েছেন।
সূত্র: https://web.facebook.com/100044215700385/posts/1198887818261730/?rdid=Ual4coye991Rpndz#
অনেকেই মন্তব্য করেছেন যে, পিনাকীর এই আহ্বান দেশের নিম্নআয়ের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবসম্মত। কেউ কেউ বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে কর্মচারীদের জীবনে কিছুটা হলেও স্বস্তি আসবে।
সায়মা ইসলাম