ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

দিল্লির কিন্তু অন্তরে আওয়ামী লীগ, মুখে বিএনপি!

ইসরাত

প্রকাশিত: ১০:১৬, ২৫ জানুয়ারি ২০২৫

দিল্লির কিন্তু অন্তরে আওয়ামী লীগ, মুখে বিএনপি!

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

দিল্লির মুখে আওয়ামী লীগ কিন্তু অন্তরে বিএনপি- বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরিতে এক মুক্ত সেমিনারে একথা বলেন তিনি। 

তিনি বলেন, 'বিএনপি নির্বাচন কেন্দ্রীক কতোবড় ফাঁদে পা দিচ্ছে, সেটা হয়তো তারা এখনো বুঝতে পারছে না। দিল্লির অন্তরে আওয়ামী লীগ মুখে বিএনপি। এটা বিএনপিকে বুঝতে হবে।' 

তিনি আরও বলেন, 'বিএনপি সো কল্ড সাংবিধানিক ধারাবাহিকতার নাম দিয়ে রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়নি। ছাত্রদের জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে দাঁড়ালো তারা।'

এসময় তিনি নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপির নির্বাচন চাওয়ার বিষয়টি নিয়ে বলেন,  'আ. লীগ, দিল্লি ও বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে। যে দিল্লি ৬ মাস আগেও নির্বাচন চায়নি, তারা এখন বাংলাদেশে নির্বাচনের জন্য উতলা হয়ে উঠেছে। কারণ কোনোনা কোনো ভাবে দিল্লী এখানে গণতন্ত্র চায় না।'

ইসরাত

×