ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

ড. ইউনূসের উচিত দ্রুত ছাত্র উপদেষ্টাদের বের করে দেওয়া: মাসুদ কামাল

প্রকাশিত: ০২:৩১, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ০২:৩১, ২৫ জানুয়ারি ২০২৫

ড. ইউনূসের উচিত দ্রুত ছাত্র উপদেষ্টাদের বের করে দেওয়া: মাসুদ কামাল

ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, "ড. ইউনূসের উচিত হবে দ্রুত ছাত্র উপদেষ্টাদের তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া।"

তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকেই সমন্বয়ের অভাবের কথা বলছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

আলোচনায় উঠে আসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বিবিসি সাক্ষাৎকারের প্রসঙ্গ। ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, "যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হয়, তাহলে তাদের অধীনেই নির্বাচন করা সম্ভব। অন্যথায় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।"

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় উপদেষ্টা নাহিদ ইসলাম মন্তব্য করেন, "মির্জা ফখরুলের বক্তব্য এক-এগারোর মতো আরেকটি সরকারের ইঙ্গিত বহন করে।"

মাসুদ কামাল আলোচনা করেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই এসব রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে আসবে এবং এর প্রভাব সাধারণ মানুষের মধ্যে আরও স্পষ্ট হবে।

বঙ্গবন্ধুর একটি ঐতিহাসিক ভিডিওর উল্লেখ করে মাসুদ কামাল বলেন, "আওয়ামী লীগের সাথে যুক্ত থাকলেই কাউকে অচ্ছুত করে দেওয়া উচিত নয়। বরং সমন্বয় ও নিরপেক্ষতার মাধ্যমে সব পক্ষকে নির্বাচনের জন্য গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করতে হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/11BLoHgoWgo?si=nuemzeC2kXpkF5xU

এম.কে.

আরো পড়ুন  

×