পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের আত্মত্যাগ নতুন বাংলাদেশের জন্য একটি মাইলফলক। আমাদের সংকীর্ণ মানসিকতা ত্যাগ করে ঐক্যবদ্ধভাবে সুন্দর, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “এই আন্দোলনের সার্থকতা তখনই আসবে, যখন আমরা দল, ব্যক্তি বা সংগঠনভিত্তিক চিন্তা থেকে মুক্ত হয়ে জাতিগত ঐক্যে পৌঁছাতে পারব। গণতন্ত্র, মানবাধিকার ও সমতার চর্চায় একটি বাংলাদেশ গঠনই হবে আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন।”
রিজওয়ানা হাসান আরও বলেন, “এই আন্দোলন প্রমাণ করেছে যে, সহিংস স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী এবং সব সময় তা লজ্জাজনক। শিক্ষার্থী জনতার অসীম সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের পথে অনুপ্রেরণা জোগায়। আমরা তাদের পাশে ছিলাম এবং সবসময় থাকব।”
আত্মত্যাগের বেদনাদায়ক দিক তুলে ধরে তিনি বলেন, “নিহত ও আহত শিক্ষার্থীদের তালিকা দেখলে হৃদয় ভারাক্রান্ত হয়। যেসব শিক্ষার্থী একসময় ফুটবলার বা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখত, তারা আজ চোখের আলো হারিয়েছে। এই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়।”
তিনি বলেন, “আমাদের প্রত্যয় হোক একটি গণতান্ত্রিক, নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। এটি হবে সেই আত্মত্যাগী শিক্ষার্থীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
এই আয়োজন সম্পর্কে তিনি বলেন, “এটি আমাদের আন্দোলনের সাক্ষ্য প্রমাণ ধরে রাখবে এবং নিশ্চিত করবে যেন ইতিহাস বিকৃত না হয়। আমাদের সংগ্রাম সবসময় আত্মত্যাগের মহিমায় পরিচালিত হওয়া উচিত।”
সূত্র: https://www.facebook.com/share/v/1CCWRjqtjp/
রাজু