ছবি: সংগৃহীত
অনলাইন একটিভিস্ট এবং ব্লগার পিনাকী ভট্টাচার্য সম্প্রতি একটি বক্তব্যে পাহাড়ি এলাকার উন্নয়ন নিয়ে তার চিন্তাভাবনা তুলে ধরেছেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কেবল প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের মাধ্যমে সম্ভব নয়। বরং সেসব অঞ্চলে ভালো শিক্ষক, চিকিৎসক, এবং সামাজিক কর্মীদের পাঠানোর পাশাপাশি বিকেএসপির (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) মতো কয়েকটি প্রতিষ্ঠান স্থাপন করাও অত্যন্ত জরুরি।
পিনাকী বলেন, “পাহাড়ি ছেলেমেয়েদের শারীরিক সক্ষমতা এবং এনার্জি তুলনামূলকভাবে বেশি। তারা কঠিন জীবনযাপন করে এবং বিশুদ্ধ অর্গানিক খাবার গ্রহণ করে। এই কারণে তাদের শরীরে অতিরিক্ত শক্তি থাকে। আমি বাজি ধরে বলতে পারি, যদি সঠিকভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া যায়, তারা অলিম্পিকে মেডেল জিততে পারে, যা বাংলাদেশে প্রথমবারের মতো ঘটবে।”
তিনি মনে করেন, পাহাড়ি তরুণদের খেলাধুলার মাধ্যমে দেশব্যাপী একটি ঐক্যের প্রতীক তৈরি করা সম্ভব।
পিনাকী আরও বলেন, "এই কাজ পাহাড়ি এবং সমতলের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়বে। অলিম্পিকে যদি কোনো পাহাড়ি ছেলে বা মেয়ে মেডেল এনে দিতে পারে, সেটি হবে বাংলাদেশের জন্য গর্বের বিষয় এবং সমতল ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।"
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “রাজনীতির পাশাপাশি জনগণকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করার জন্য খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। এটি মানুষের মধ্যে দুঃখ-কষ্ট ভুলিয়ে দিয়ে আনন্দ এবং ঐক্যের প্রতীক হয়ে উঠতে পারে। সেজন্য বিকেএসপির মতো প্রতিষ্ঠান পাহাড়ি অঞ্চলে প্রতিষ্ঠা করা উচিত।”
পিনাকী তার বক্তব্যে আরও উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ একটি উদাহরণ স্থাপন করতে পারে, যা এই অঞ্চলের অন্যান্য জাতিগোষ্ঠীর আস্থা অর্জনে ভূমিকা রাখবে। তিনি বলেন, “যদি আমরা আমাদের পার্বত্য নাগরিকদের আস্থায় আনতে পারি, তবে এই অঞ্চলে আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”
ভিডিও দেখুন: https://youtu.be/vuQPDcsWyu0?si=HfTxqhB30Z6wT2wq
এম.কে.