ছবি: সংগৃহীত
অনলাইন অ্যাকটিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার সাম্প্রতিক বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
তিনি বলেছেন, “আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। পাড়ায় পাড়ায় তাদের ধরে মসজিদ-মন্দিরে নিয়ে গিয়ে সমাজের সামনে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। তাদের বলতে হবে—‘আমাদের ভুল হয়েছে, আমরা আর কখনো করবো না।’”
পিনাকী জানান, একটি ওয়েবসাইট তৈরির কাজ চলছে, যেখানে আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মীদের তথ্য থাকবে। সেখানে তাদের আমলনামা, ছবি, এবং রেফারেন্সসহ বিশদ তথ্য তুলে ধরা হবে।
তিনি বলেন, “এই ওয়েবসাইট যুগ যুগ ধরে মানুষের ঘৃণার উৎস হয়ে থাকবে। আর ফ্যাসিবাদের দালালদের নাম ধরে ধরে চিহ্নিত করা হবে।”
বর্তমানে দেশে জরুরি অবস্থা বা ওয়ান-ইলেভেন স্টাইলে সামরিক হস্তক্ষেপের গুজব ছড়ানো হচ্ছে।
পিনাকী মনে করেন, বিএনপি এবং কিছু মহল এমন একটি পরিস্থিতি তৈরি করার স্বপ্ন দেখছে যা দেশে সামরিক শাসন ফিরিয়ে আনতে পারে।
ভিডিও দেখুন: https://youtu.be/vuQPDcsWyu0?si=HfTxqhB30Z6wT2wq
এম.কে.