ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

বাংলাদেশে চলমান সংস্কার কর্মসূচির সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট

প্রকাশিত: ০০:৩৫, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ০০:৩৬, ২৫ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে চলমান সংস্কার কর্মসূচির সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অধ্যাপক ইউনুস অ্যাল গোরকে ’দ্য আর্ট অফ ট্রায়াম্ফ’ নামক একটি বই উপহার দেন, যা জুলাই মাসের উত্থানকালে আঁকা গ্রাফিতি ও দেওয়াল চিত্রের সংকলন

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর বৃহস্পতিবার বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানান। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মিটিংয়ের ফাঁকে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন।

বিশ্বের শীর্ষ জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ এবং পরিবেশকর্মী হিসেবে পরিচিত অ্যাল গোর, অধ্যাপক ইউনুসের সঙ্গে জলবায়ু পরিবর্তন, গ্রীষ্মমণ্ডলীয় উত্থান, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব, অন্তর্বর্তী সরকার কর্তৃক নেওয়া সংস্কার উদ্যোগ, নির্বাচন ও ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

অ্যাল গোর বাংলাদেশে চলমান সংস্কার কর্মসূচির প্রতি তার সমর্থন প্রকাশ করেন এবং দেশের প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে সুষ্ঠু ও মুক্ত নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি অধ্যাপক ইউনুসের উদ্যোগে চালু হওয়া বৈশ্বিক থ্রি জিরো আন্দোলনের প্রশংসা করেন, যা কার্বন নির্গমন, সম্পদের বৈষম্য, দারিদ্র্য এবং বেকারত্বের বিরুদ্ধে কাজ করছে।

অধ্যাপক ইউনুস অ্যাল গোরকে 'দ্য আর্ট অফ ট্রায়াম্ফ' নামক একটি বই উপহার দেন, যা জুলাই মাসের উত্থানকালে আঁকা গ্রাফিতি ও দেওয়াল চিত্রের সংকলন। অ্যাল গোর বইটি "অবিশ্বাস্য" বলে প্রশংসা করেন এবং বাংলাদেশের তরুণদের বিপ্লবী মনোভাবের প্রশংসা করেন। "আমি বইটির প্রতিটি পৃষ্ঠা দেখেছি," অ্যাল গোর মন্তব্য করেন।

সায়মা ইসলাম

×