ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

উপদেষ্টারা কি গতরাতের মতো আজ রাতেও পালাইছে?

প্রকাশিত: ০০:৩৪, ২৫ জানুয়ারি ২০২৫

উপদেষ্টারা কি গতরাতের মতো আজ রাতেও পালাইছে?

ছবি: প্রতীকী

সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে গুঞ্জন থামার নাম নেই। বেশ কিছুদিন ধরে উপদেষ্টাদের পদত্যাগ করে পালিয়ে যাওয়ার ভূয়া খবর ছড়িয়ে পড়েছে।

বিশেষত, ফেসবুক ও টুইটারের মতো প্ল্যাটফর্মগুলোতে এ ধরনের মিথ্যা তথ্য ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, এসব গুজবের পেছনে আওয়ামী লীগের সাইবার সেলের ভূমিকা রয়েছে।

তবে এই অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়াও কম নয়। অনেকেই বিষয়টি নিয়ে রসিকতা করছেন এবং সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য শেয়ার করছেন।

একজন লিখেছেন, "উপদেষ্টারা কি গতরাতের মতো আজ রাতেও পালাইছে? ছাত্রলীগ তো রাতে রাতে ভয়ংকর হয়ে ফিরতেছে, আর সকালে যার যার ওবস্তান (অবস্থান) থেকে পলাচ্ছে৷"

এদিকে, এ ধরনের অপপ্রচার ও পাল্টা প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, এটি রাজনৈতিক বিরোধের একটি কৌশল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

তবে এ ধরনের গুজব রোধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এখন বিশেষভাবে অনুভূত হচ্ছে।

আরো পড়ুন  

×