ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই, বুকের আগুন নেভে নাই: পিনাকী

প্রকাশিত: ০০:১৪, ২৫ জানুয়ারি ২০২৫

জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই, বুকের আগুন নেভে নাই: পিনাকী

ছবি: সংগৃহীত

অনলাইন একটিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য সম্প্রতি এক দীর্ঘ বক্তব্যে রাজনৈতিক অস্থিরতা, সামরিক হস্তক্ষেপ এবং সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, "জুলাই বিপ্লবের ক্ষত এখনও সারে নাই। জনগণের বুকের ভেতরের আগুন এখনও নেভে নাই।"

পিনাকী দাবি করেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে কু বা জরুরি অবস্থার গুঞ্জন শোনা যাচ্ছে।

তিনি বিএনপির সাম্প্রতিক কার্যকলাপের প্রসঙ্গ টেনে বলেন, "তারা শিবিরে উল্লাস করছে, গর্ত থেকে বের হয়ে মিলিটারি কুয়ের স্বপ্ন দেখছে।"

তবে তিনি এটাও সতর্ক করেন যে, এ ধরনের কোনো পদক্ষেপ জনগণের সমর্থন পাবে না।

ভিডিও দেখুন: https://youtu.be/vuQPDcsWyu0?si=HfTxqhB30Z6wT2wq

এম.কে.

আরো পড়ুন  

×