ছবি: সংগৃহীত
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় স্বার্থে সব প্রতিদ্বন্দ্বিতা ভুলে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের একটি মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে ধন্যবাদ জানান।
এক ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকা উচিত। জনগণের কল্যাণে কে কত বেশি অগ্রসর হতে পারে, সেই চেষ্টাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। তবে তিনি জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ছাড়া আর কারও প্রতি শত্রুতা থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, "শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে আমাদের একসঙ্গে থাকতে হবে।"
এই বক্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন বার্তা এবং গণতান্ত্রিক ঐক্যের প্রাসঙ্গিকতাকে সামনে নিয়ে এসেছে।
এম.কে.