ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এক বক্তব্যে বিশিষ্ট ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করেন।
তিনি বলেন, "আজহারী ভাইকে আমি অসম্ভব পছন্দ করি। আমার মনে হয়, উনিও আমাকে ভালোবাসেন। আমি যখন কোনো ছোট্ট অনুরোধ করি, তা পূরণ করতে গিয়ে উনার কষ্ট হয়, কিন্তু উনি ভালোবাসা থেকে তা গ্রহণ করেন।"
পটুয়াখালীতে আজহারী ভাইয়ের একটি প্রোগ্রাম আয়োজন প্রসঙ্গে তিনি জানান, "বাউফলবাসী আমাকে বারবার অনুরোধ করছিলেন আজহারী ভাইকে নিয়ে আসার জন্য। তবে নিরাপত্তা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে আমি বুঝতে পারলাম, বাউফলে প্রোগ্রাম করা কঠিন হবে। তখন আজহারী ভাই নিজে পরামর্শ দেন পটুয়াখালীতে প্রোগ্রাম আয়োজন করার জন্য।"
তিনি আরও বলেন, "আজহারী ভাই দেশের বাইরেও ইসলামী বক্তৃতার মাধ্যমে মুসলিম উম্মাহর সম্পদে পরিণত হয়েছেন। তার প্রতি কোনো ষড়যন্ত্র যেন না হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে। আলেমদের সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ আলেমদের হেফাজতের দায়িত্ব নেন, আর যারা আলেমদের অপমান করে, তারা আল্লাহর লাঞ্ছনার শিকার হয়।"
তরুণ প্রজন্মের মধ্যে আজহারীর জনপ্রিয়তা নিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, "আজহারী ভাই তার বক্তব্য এবং ইসলামী মূল্যবোধের মাধ্যমে তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার মাহফিলে ২৫ থেকে ১৫ বছরের তরুণদের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়। পটুয়াখালীতে আয়োজিত প্রোগ্রামেও তরুণরা প্রাণবন্তভাবে কাজ করছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, প্রোগ্রামটি যেন সফল এবং অর্থবহ হয়।"
ভিডিও দেখুন: https://youtu.be/jR1t-7N7F3U?si=ZSw2H8OdsmrLXVfQ
এম.কে.