ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

’৭৫ এর সাথে এখন কয়েকটা মিলের জায়গা আছে: পিনাকী

প্রকাশিত: ২১:৫৪, ২৪ জানুয়ারি ২০২৫

’৭৫ এর সাথে এখন কয়েকটা মিলের জায়গা আছে: পিনাকী

ছবি: সংগৃহীত

অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য সম্প্রতি তাঁর বক্তব্যে বর্তমান পরিস্থিতির সাথে ১৯৭৫ সালের কিছু মিল তুলে ধরেছেন।

তিনি বলেছেন, “'৭৫ এর সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে। তবে আর্মির ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য রয়েছে। সেসময় বিপ্লব ছিল আর এখন জরুরি অবস্থা বা সামরিক ক্যু নিয়ে আলোচনা হচ্ছে।”

পিনাকী আরও দাবি করেন যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি অবস্থার বা সামরিক হস্তক্ষেপের (ক্যু) সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

তবে তিনি আর্মি নিয়ে ইতিবাচক মত প্রকাশ করে বলেন, “এই আর্মি হাসিনার আর্মি না, এটি জনগণের আর্মি। তারা ৫ আগস্টের ঘটনায় হাসিনার নির্দেশে গুলি চালাতে অস্বীকার করেছিল। এটাই বিপ্লবী রূপান্তরের সূচনা।”

তিনি উল্লেখ করেন, ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি আসতে পারে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে।

তবে পিনাকীর মতে, যদি সামরিক কু হয়, তবে সেটি জনগণের স্বার্থে হতে হবে এবং ভারতীয় প্রভাবমুক্ত থাকতে হবে।

তিনি দাবি করেন, “যদি ক্যু হয়, তবে এটি হতে পারে জনগণের দীর্ঘ দিনের দুঃখ-যন্ত্রণার অবসান ঘটানোর জন্য। কিন্তু কোনোভাবেই এটি ভারতীয় মদদে হওয়া উচিত নয়।”

ভিডিও দেখুন: https://youtu.be/vuQPDcsWyu0?si=HfTxqhB30Z6wT2wq

এম.কে.

×