পতাকা বৈঠকের পর বাংলাদেশি কৃষক আল আমিনকে ফেরত দিয়েছে বিএসএফ। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে চরম উত্তেজনা দেখা দেয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি কিশোর মো. আলামিনকে সীমান্তের ভেতর থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে পাল্টা একজন ভারতীয় কৃষককে ধরে এনে বিজিবির হাতে তুলে দেয়।
সকালে সাড়ে ১০টার দিকে ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার জেরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকে বসে। বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কিশোর মো. আলামিন এবং ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায়কে নিজ নিজ দেশে ফেরত দেওয়া হয়।
বাংলাদেশি কিশোর মো. আলামিন বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান জানান, আলামিন সকালে নিজ জমিতে কাজ করার সময় বিএসএফের ছয় সদস্যের একটি দল তাকে মারধর করে এবং সীমান্তের ওপারে টেনেহিঁচড়ে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসী প্রতিক্রিয়ায় পাশের জমি থেকে ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায়কে ধরে এনে বিজিবির হাতে সোপর্দ করে।
ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনার পর বিজিবি এবং বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিষয়টি সমাধান করা হয়। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম জানান, “পাঁচ বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশ করছিল। বিএসএফ তাদের সহযোগী ভেবে ভুল করে আলামিনকে ধরে নিয়ে যায়। এটি পুরোপুরি ভুল বোঝাবুঝি ছিল। বৈঠকের মাধ্যমে আলামিনকে ফেরত দেওয়া হয়েছে। একইসঙ্গে ভারতীয় কৃষককেও বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এই ঘটনার পর সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও পরিস্থিতি এখনও স্পর্শকাতর রয়েছে বলে জানা গেছে।
সায়মা ইসলাম