ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

কেন আলহামদুলিল্লাহ বললেন আসিফ নজরুল?

প্রকাশিত: ১৭:৫৭, ২৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:৪২, ২৪ জানুয়ারি ২০২৫

কেন আলহামদুলিল্লাহ বললেন আসিফ নজরুল?

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সম্প্রতি ছড়ানো গুজবের ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

শুক্রবার রাতে প্রকাশিত ওই পোস্টে তিনি লিখেছেন, "পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।"

ড. নজরুল তার এই পোস্টের মাধ্যমে কোনো নির্দিষ্ট গুজবের কথা উল্লেখ না করলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে ছড়ানো গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

নাহিদা

×