ছবি: সংগৃহীত
চিকিৎসক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার বলেছেন, আওয়ামী লীগ তাদের দলে অযোগ্য ও অমেধাবী লোকজনকে সুযোগ দিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। এ কারণে দলটির বর্তমান অবস্থা নাজুক।
তিনি বলেন, “আওয়ামী লীগ দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের দিয়ে প্রোপাগান্ডা পরিচালনার চেষ্টা করেছিল। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, দলটি মেধাহীন ও অযোগ্য নেতৃত্বে ভরপুর। অযোগ্যদের পক্ষে কথা বলিয়ে অযোগ্যতার শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। এই ব্যর্থ নেতৃত্বের কারণেই আওয়ামী লীগের অবস্থান আজ এই অবস্থায় নেমে এসেছে।”
ডা. তুষার আরও বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বারবার উঠে এসেছে। উদাহরণ হিসেবে তিনি এস আলম গ্রুপের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এস আলম সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছে এবং সেখানে অর্থ পাচার করেছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় তার বিপুল সম্পদ রয়েছে। এমনকি সাইপ্রাসের পাসপোর্ট নেওয়ার চেষ্টাও করেছে। অথচ এই অর্থপাচারকারীকে সরকারের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার তদন্তও নির্বাচন-পরবর্তী সময়ে পিছিয়ে দেওয়া হয়েছে।’”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চোর, দুর্নীতিবাজ ও ব্যাংক লুটেরাদের সমর্থন দিয়েছেন।
তিনি বলেন, “এস আলমের মতো ব্যক্তি হাজার হাজার কোটি টাকার ভ্যাট ও ট্যাক্স মওকুফ পেয়েছেন। এ থেকেই প্রমাণ হয়, আওয়ামী লীগ স্বীকৃত দুর্নীতিবাজদের রক্ষা করেছে।”
ডা. তুষার আরও বলেন, “গায়েবী মামলাগুলোর মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার প্রবণতা দেখা গেছে। স্থানীয় নেতাদের মাধ্যমে মামলায় উদ্দেশ্যমূলকভাবে নির্দোষ লোকজনের নাম ঢোকানো হয়েছে। ফলে প্রকৃত অপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।”
তিনি নির্বাচনী দুর্নীতির দিকেও ইঙ্গিত করেন। এ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সরকার একটি নির্দিষ্ট প্রার্থীকে জিতিয়ে আনার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছে। এমনকি নির্বাচনে জয়ী প্রার্থীর বিজয়ে সরকারদলীয় নেতারা উল্লাস করেছেন। এই নির্বাচনও প্রমাণ করে কীভাবে অনৈতিক চর্চা চালু ছিল।”
ডা. তুষারের বক্তব্যে স্পষ্ট যে, আওয়ামী লীগের ব্যর্থ নেতৃত্ব ও দুর্নীতি দলটিকে আজ এই কঠিন অবস্থায় ফেলেছে।
ভিডিও দেখুন: https://youtu.be/V2ywajp4m68?si=N2rEhQYvKPKnpWMf
এম.কে.