ছবিঃ সংগৃহীত
নির্বাচনের রোডম্যাপ এখনও ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলো জোট গঠনের তোড়জোড় শুরু করেছে। একদিকে বিএনপি তাদের পুরোনো মিত্রদের কাছে টানার চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে জামায়াতে ইসলামী ইসলামি দলগুলোকে নিয়ে নতুন জোট গঠনের উদ্যোগ নিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে জোট গঠনের এই প্রক্রিয়া দেশের রাজনীতির একটি পুরোনো সংস্কৃতি। ভোটের মাঠে সুবিধাজনক অবস্থান পেতে এসব জোট গঠনের প্রচেষ্টা শুরু হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ইসলামি দলগুলোর কার্যক্রম বেশ জোরালো হয়েছে।
নির্বাচন সামনে রেখে এবার ইসলামি দলগুলোকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা শুরু হয়েছে। পাশাপাশি ভিন্ন রাজনৈতিক অঙ্গন থেকেও ইসলামি দলগুলোকে কাছে টানার চেষ্টা চলছে। মঙ্গলবার দুপুরে বরিশালে চরমোনাই পীরের বাসায় ফল-মিষ্টি নিয়ে উপস্থিত হন জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান। এটি নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি নির্বাচনী জোট গঠনের চেষ্টা—তা নিয়ে চলছে নানা আলোচনা।
এ প্রসঙ্গে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ বলেন, "ইসলামি দল বা যেসব দলের নামের সঙ্গে ইসলাম জড়িত, ইসলামের ব্যাপারে আমরা সবাই একমত।"
নির্বাচন সামনে রেখে ইসলামি দলগুলোর এই তৎপরতা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে।
তথ্যসূত্রঃ নিউজ২৪
লিংকঃ https://youtu.be/drjsG5Gfy5E?si=55c0M_ZSim8e6eqx
মারিয়া