ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আসিফ মাহতাব

আমি এবং আমরা শুধু ইসলামের জন্য আন্দোলনে গিয়েছিলাম

প্রকাশিত: ১৪:২৭, ২৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৪:২৯, ২৪ জানুয়ারি ২০২৫

আমি এবং আমরা শুধু ইসলামের জন্য আন্দোলনে গিয়েছিলাম

ছবি: সংগৃহীত

সম্প্রতি ইসলামিক ফিলোসফার আসিফ মাহতাব উৎস তার নিজের ফেসবুক একাউন্টে বর্তমান চলমান রাজনৈতিক বিষয় নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। 
যেখানে তিনি তার মতামত প্রকাশ করে লিখেছেন, বহুত্ববাদীতা কিংবা অন্য কোন দ্বিতীয় আদর্শের জন্য আমরা যাই নি। 
তিনি লিখেছেন, আমার এক কাজিন, বুকে লোহার কড়াই বেঁধে আন্দোলনে গিয়েছিল। আমার স্টুডেন্টরা অনেকেই আন্দোলনে ছিল। তাদের মধ্যে একজন আহত হয়েছে। আমিও এই আন্দোলনের শরিক ছিলাম এবং প্রকাশ্যে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলাম। 

তিনি আরও লিখেছেন, 'যখন ঢাকা ইউনিভার্সিটি ছাত্ররা অন্যায় ভাবে মার দিয়ে তাদেরকে হল থেকে তাড়িয়ে দেওয়া হয়। আমি এবং আমরা শুধুমাত্র ইসলামের জন্য আন্দোলনে গিয়েছিলাম এবং এর পিছনে দ্বিতীয় কোন কারণ ছিল না।' 

শরীয়তের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, 'শরীয়তে যেটাকে অন্যায় বলে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিলাম এবং এর পিছনে আর দ্বিতীয় কোনো কারণ ছিল না। এনজিওর লোকেদের ক্ষমতায় বসাতে যাইনি। ফারুকী কে আমাদের সংস্কৃতির উপদেষ্টা বানাতে যাইনি।' 
  
সবশেষ তিনি লিখেছেন, 'কাজে কোন ঘোষণাপত্রের ভিতর যদি আমাদের আদর্শ প্রতিফিলত না হয়, তাহলে সেই আর ঘোষণাপত্রের বৈধতা থাকবে না।' 

শিলা ইসলাম

×