ছবিঃ সংগৃহীত
১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির দাবি, কোনো প্রকার লোভ, লালসা বা দুনিয়ার মোহ তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি।
নেতৃত্বের ভাষ্যে, এই আন্দোলন তার সদস্যদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে সংগঠনের সম্মিলিত লক্ষ্য অর্জনে একনিষ্ঠ থেকেছে। সমর্থকদের উদ্দেশে এক নেতা বলেন, "১৯৮৭ সাল থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে ইসলামি আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, ত্যাগ ও কুরবানির মাধ্যমে আমাদের এ পথচলা অব্যাহত রয়েছে।"
সংগঠনটির ধারাবাহিক প্রচেষ্টা এবং ত্যাগের ফলস্বরূপ এটি আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ইসলামি রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। ধর্মীয় ও সামাজিক সংস্কারের লক্ষ্যে তাদের এই আহ্বান এবং আত্মত্যাগের চেতনা এখনো অব্যাহত রয়েছে।
তথ্যসূত্রঃ সময় টিভি
মারিয়া