ছবি: সংগৃহীত
সাবেক অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান। তার নামে উঠে এসেছে দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির মামলা।
বিমান বাহিনীতে বাৎসরিক বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, এই তিন বছরে বিমান বাহিনীর বাজেট ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা।
তার দুই স্ত্রীর নামে তিনি গুলশানে প্রায় ৪০ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন। তার দ্বিতীয় স্ত্রী একজন বিমানবালা। তার মাধ্যমে তিনি দুবাই কানাডা এবং যুক্তরাষ্ট্রে মানি লন্ডারিং করেছেন বলে অভিযোগ এসেছে।
গুরুত্বপূর্ণ পদে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে তারাই যদি দুর্নীতি করে এটা দেশের জন্য ভয়াবহ দুঃসংবাদ।
শিলা ইসলাম