ছবিঃ সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন শেখ হাসিনার কথারই প্রতিধ্বনি "আগে উন্নয়ন পরে গণতন্ত্র"।
তিনি বলেন, "যে গণতন্ত্রের জন্য দেশের জনগণ ১৬ বছর ধরে অপেক্ষা করছে, লড়াই করেছে, রক্ত দিয়েছে এবং জীবন উৎসর্গ করেছে, সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এত টালবাহানা কেন?" তিনি আরও প্রশ্ন তোলেন, "এটি কি অন্যায় যে জনগণ অবাধ নির্বাচনের দাবি তুলবে?"
রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। গণতন্ত্র মানেই আলোচনা এবং সমালোচনা। যারা সরকার পরিচালনা করবেন, তাদের সমালোচনাও গ্রহণ করতে হবে।
তিনি বর্তমান বাজার পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন। রিজভী উল্লেখ করেন, "গত এক মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কেজি প্রতি ২ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। সরকারের এই দৃষ্টিহীনতার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়ছে।"
তিনি আরও বলেন, "বাজার মূল্যের এই অস্বাভাবিক বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে সমালোচনা করলে তা কি অযৌক্তিক?"
সরকারের নীতির সমালোচনা করতে গিয়ে রিজভী বলেন, "গণতান্ত্রিক পরিবেশে সমালোচনা স্বাভাবিক বিষয়। জনগণের এই প্রশ্নের উত্তর দেওয়া সরকারের দায়িত্ব।"
তথ্যসূত্রঃ নিউজ২৪
মারিয়া