ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

রাষ্ট্র পরিচালনা আবেগ বা ছেলেখেলার জায়গা না: নুর

প্রকাশিত: ১২:২৭, ২৪ জানুয়ারি ২০২৫

রাষ্ট্র পরিচালনা আবেগ বা ছেলেখেলার জায়গা না: নুর

ছবিঃ সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর সরকারের গঠনপ্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। এক টকশোতে তিনি জানান, গণঅভ্যুত্থানের সময় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে অংশীজনদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। তবে সরকারের গঠনপ্রক্রিয়া কীভাবে হয়েছে, তা নিয়ে রাজনৈতিক দলগুলো তখন প্রায় অন্ধকারে ছিল।

নূর বলেন, “শুরুর দিকে সরকার গঠনের বিষয়ে শুধুমাত্র প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান এবং কয়েকজন ছাত্রনেতা পুরো বিষয়টি জানতেন। কিন্তু সেনাপ্রধানও পুরোটা জানতেন না। বিএনপির মতো বড় দলও এ বিষয়ে বিস্তারিত জানতো না। তারা দু-চারটি নাম প্রস্তাব করেছিল, তবে উপদেষ্টা পরিষদ গঠনে অন্য কোনো দলের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে আমার জানা নেই। যাদের সঙ্গেই কথা বলেছি, তারা বলেছেন, ‘ভাই, আমরা জানি না।’”

তিনি আরও বলেন, “তাহলে কেন এই সরকারকে সমর্থন করা হয়েছিল? কারণ, সে সময় একটি সরকার ছিল না। মানুষ মনে করেছিল, অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা দরকার। আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে সরকার পুনর্গঠন করা হবে। এখানে ছাত্রদের বড় ভূমিকা ছিল, কারণ তরুণরা জনগণের আস্থার জায়গায় ছিল। তারা আপোষহীনভাবে সংগ্রাম করেছে এবং মানুষ ভেবেছিল, তরুণরা সঠিক সিদ্ধান্ত নেবে।”

তবে নূর মনে করেন, রাষ্ট্র পরিচালনা আবেগ বা ছেলেখেলার জায়গা নয়। তিনি বলেন, “রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এটি পরিচালনায় অভিজ্ঞতা এবং রাজনৈতিক জ্ঞান প্রয়োজন। স্টেট মেকানিজম সম্পর্কে ধারণা থাকতে হয়। শুধু আবেগ দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়।”


 তথ্যসূত্রঃ দেশ টিভি

লিংকঃ https://youtu.be/u5PbNpjFgr0?si=WRktR4djtvGUxoc_

মারিয়া

×