সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে
সমাবেশ করছেন শিক্ষকরা। সকাল ১১ টার দিকে তারা এই সমাবেশ শুরু করেন।
তারা বলেন, ১৩ তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেড থাকা মানে শিক্ষকদের অমর্যাদা করা। শিক্ষকরা দেশ গড়ার কারিগর। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তবে আমরা এখানে অবস্থান কর্মসূচিও নিতে পারি। শিক্ষকদের বর্তামান বেসিক বেতন ১১ হাজার টাকা যদি সেটা ১০ম গ্রেডে যায় তখন বেতন হবে ১৭ হাজার টাকা। বর্তমানে তাদের টিফিন ভাতা হিসেবে প্রতিদিন দেওয়া হয় ৬ টাকা করে যা মাস শেষে দাড়ায় ২০০ টাকা। পদমর্যাদায় সমান হয়েও পিটিআই শিক্ষকরা কিন্তু ১০ গ্রেড পাচ্ছেন।
রাসেল