ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের আহ্বান জানান জামায়াতের আমির

প্রকাশিত: ১১:২১, ২৪ জানুয়ারি ২০২৫

চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের আহ্বান জানান জামায়াতের আমির

ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যেকটি হত্যার বিচারের দাবী জানিয়েছে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান।
 
বৃহস্পতিবার রাতে এক মতবিনিময় সভায় এই দাবি জানান তিনি। তিনি বলেন, আবু সাঈদের ঋণ শোধ করার মত নয়। 

এছাড়াও তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালিয়ে লাশ গুমের কথাও বলেন।

একই সাথে চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন জামাতে আমির। 

সেখানে তিনি বলেন, 'আমার জানামতে একমাত্র বীর, যে ফ্যাসিবাদের হাত থেকে তার জাতিকে রক্ষা করার জন্য ডানা মেলে দিয়েছিলেন। সে আবু সাইদ।'  

সূত্রঃ https://www.youtube.com/watch?v=56Lr65JIk7M

শিলা ইসলাম

×