ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

দু’পক্ষের উত্তেজনার মধ্যেই টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি!

প্রকাশিত: ১০:৩৬, ২৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ১০:৩৯, ২৪ জানুয়ারি ২০২৫

দু’পক্ষের উত্তেজনার মধ্যেই টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি!

ছবিঃ সংগৃহীত

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আগামী ৩১ জানুয়ারি। এ পর্বে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইতোমধ্যে ময়দানে প্রস্তুতির কাজ চলছে পুরোদমে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। তাদের পরিশ্রমের লক্ষ্য একটাই—ইজতেমায় অংশগ্রহণকারীদের ইবাদত ও বন্দেগীর জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।

ময়দানে কাজ করতে আসা মুসল্লিদের মতে, লাখো মানুষ দেশ-বিদেশ থেকে এই ইজতেমায় অংশগ্রহণ করবেন। তারা যাতে কোনো অসুবিধা ছাড়াই ইবাদত করতে পারেন, সেই আশায় স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন সব বয়সের মানুষ। অর্থের বিনিময়ে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তারা এ কাজ করছেন।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন। এ নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা থাকলেও ময়দানে সবাই প্রস্তুতিতে ব্যস্ত। মুসল্লিদের ঐকান্তিক প্রচেষ্টা আর আন্তরিকতায় ময়দানের কাজ দ্রুত এগিয়ে চলেছে।

তথ্যসূত্রঃ চ্যানেল ২৪

লিংকঃ https://youtu.be/-luDyxBqHUc?si=8mTazXZxwJAHyjgR

মারিয়া

×